১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় মতিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি

শেয়ার করুন:

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মতিন হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারেরর দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগ নাগডেমরা ইউনিয়ন শাখা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে  এ মানববন্ধন হয়।

মানববন্ধনে মতিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ফাসির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
উল্লেখ্য, গত ৪ জুন দিনগত রাতে সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদের চাচাতো  ভাই আঃ মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চেয়ারম্যানের আপন ভাই জুয়েল রানা(৩৫)আহত অবস্থায় সাঁথিয়া হাসপাতালে ভর্তি হয়।
সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বাদী হয়ে গত রবিবার(৫ জুন) সাঁথিয়া থানায় বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে প্রধান করে ১৯জনের নাম উল্লেখ করে আরো ৫/জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পরই সোনাতলা গ্রামের নিজস্ব বাড়ি থেকে নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ (৪০) কে ও পুটিপাড়া গ্রামের আবু সাইদকে আটক করেছে পুলিশ।