১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি অনুসরন করে স্বল্পপরিসরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গত শুক্রবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালনের আয়োজন করেন। এ উপলক্ষে প্রত্যুষে ৩১বার তোপধবনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ ও তার অঙ্গ সংগঠন, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস কর্মী, আনছার-ভিডিপি, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন।

সকাল সাড়ে ৮টায় সাঁথিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিদ্বয়। পরে প্রধান অতিথিদ্বয়  পায়রা অবমুক্ত করেন আনুষ্ঠানিকতা শুরু করা হয়। উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে  প্রধান অথিতির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, অফিসার ইনচার্জ আশিফ মোহাম্ম সিদ্দিকুল ইসলাম। পুলিশ, আনছার বাহিনী, ফায়ার সাভির্সের কর্মীরা, গাল গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবধনা দেয়া হয়। বিকালে হাইস্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার আযোজন কার হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।##