সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিযে গত সোমবার (৩ মে) রাতে মাদক বিক্রেতা ও জুয়ারুসহ ৯ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানাযায়,সাঁথিয়া থানার এস আই আসিব,আজাদ,সাগর,রইফও শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে বেড়া উপজেলা সানিলা গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন(৪০), সাঁথিয়া উপজেলা বড় নাড়িন্দা গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪৮), করমজা পূর্বপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আনিস (৩৮), বরাট গ্রামের মাদক ব্যবসায়ী রাশেদ শেখ (২৯), ছাতক-বরাট গ্রামের মাদক ব্যবসায়ী শফিকুল ইসলা (৪০) এবং মাহমুদপুর গ্রামের বাবলুপ্রা (৪৫), মোতালিব সরদার (৩৫), মেয়াপুর গ্রামের শামীম হাসান সুমন (২৫), জসমন্ত দুলিয়া গ্রামের মতিউর রহমান (৪০) নামের জুয়ারুকে গ্রেফতার করেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আটককৃতদের মাদক ও জুয়া আইনে মামলা করে পাবনা কোর্টে প্রেরণ করা হয়েছে।##








