ইছামতিনিউজ২৪.কমঃ-পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর থেকে শনিবার সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে কাটিং প্লাস উদ্ধার করেছে। তাদের কাছে তথ্য ছিল কাশিনাথপুরে অস্ত্র কেনা বেচা হচ্ছে।
জানাযায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে কাশিনাথপুর পেঁয়াজ হাটে অস্ত্র বিক্রয় হচ্ছে। এমন তথ্যে র্যাব-১২ এর সিরাজগঞ্জের কোম্পানী কমান্ডার মহিউদ্দিন মিজানের নেতৃত্বে পেঁয়াজ হাটায় সন্ধ্যার আগে আভিযান চালান র্যাবের সদস্যরা। এসময় পাবনা শহরের সাধুপাড়ার ফরহাদের ছেলে মারুফ হোসেন (৩৬) কে আটক করেন। আটককৃত ব্যক্তির নিকট থেকে উদ্ধার করা একটি প্যাকেটে অস্ত্র রয়েছে বলে তারা ধারনা করে। পরে প্যাকেট খুলে অস্ত্রর পরিবর্তে একটি কাটিং প্লাস উদ্ধার করেন র্যাব। প্যাকেটটি টেপ দিয়ে অনেক যত্মসহকারে আটকানো ছিল। ফরহাদকে র্যাব লিখিত মুচলেকা নিয়ে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্জুর এলাহীর জীম্মায় রেখে যান। র্যাবের ধারণা ফারুক একজন নব্য অপরাদি। তার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না তা যাচাই করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ মানুষের ধারণা ফারুক কিংস কোচে চাকরীর আড়ালে বিভিন্ন অপরাধ করে থাকে। এটা তার অস্ত্র ব্যবসার প্রস্তুতি মূলক কাজ হতে পারে।








