সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাাপূজা/২০২০ইং পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার দাস প্রমুখ। প্রধান অতিথি করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপুজার শেষ করার আহবান জানান। এ বছর সাঁথিযা উপজেলার মোট ৪৪ টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি মন্ডবে ৫শ’ কেজি চাউল বিতরণ করা হয়। পুজার তিথি অনুযায়ী ২২ অক্টোবর দেবীর আমস্ত্রন এবং অসনে অধীবাসের মধ্যে দিয়ে শারদীয়া দূগাপূজা শুরু হবে আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের শারদীয়া দূর্গা উৎসব।
শান্তিপূর্নভাবে পূজা উৎযাপনের জন্য সাঁথিয়া থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা রাখা হয়েছে। পুজা শুরু হলে পুজা মন্ডবে পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে এবং মাঠে পুলিশ ও র্যাবের টহলটিম থাকবে।##








