১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী শাহ আলম

শেয়ার করুন:

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সততা ট্রেডার্সের মালিক শাহ আলমের মহানুভবতায়  ২৫ হাজার টাকা ফিরে পেলো ক্ষুদ্র পাট ব্যবসায়ী বকুল হোসেন।  মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া বঙ্গবন্ধু পৌর মার্কেটে সততা ট্রেডার্সে ডেকে এনে বকুলকে ২৫ হাজার দিয়ে দেয়া হয়।
 জানা গেছে, বেড়া উপজেলার বকচর গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বকুল হোসেন একজন ক্ষুদ্র পাট ব্যবসায়ী। বকুলের নিকট থেকে ১৫১ মণ পাট ক্রয় করেন সাঁথিয়ার সততা ট্রেডার্সের মালিক শাহ আলম। ক্রয়কৃত পাটের মুল্য পরিশোধ করে পাট নিয়ে চলেও আসেন শাহ আলম। এমনকি ইতিমধ্যে তিনি পাট বিক্রিও করে দেন। এর মধ্যে হঠাৎ ফোন আসে বকুলের। সে কান্না জড়িতকন্ঠে বলে,ওই টাকা থেকে ৫০ হাজার টাকার একটা বান্ডিল হারিয়ে যায়। এমনকি সে শাহ আলমের নিকট ভগ্নহৃদয়ে কাকৃতি-মিনতি করে। এতে শাহ আলমের হৃদয়ে মহানুভবতা জেগে ওঠায় সে ওই পাট বিক্রি করা লাভের ৩০ হাজার টাকা থেকে বকুলকে ২৫ হাজার টাকা দিয়ে দেয়।টাকা পেয়ে বকুল বলেন, শাহ আলমের এমন মহানুভবতায় অন্য ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার অনুপ্রেরেণা জোগাবে।