৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় সাত বছরের শিশুকে বলৎকার অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনা সাঁথিয়ায় সাত বছরের শিশুকে বলৎকার করার অভিযোগে মালেক মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ। এ ঘটনায়  গত শনিবার (০৩ অক্টোম্বর) সকাল সাতটার দিকে মালেককে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মালেক মোল্লাকে আটক করে থানায় নিেেয় আসে
বলৎকারের শিকার শিশুর বাবা বুলবুল মিয়া জানান, শুক্রবার বিকেলে পুন্ডুরিয়া পশ্চিমপাড়া গ্রামের  মৃত ছকিরের ছেলে মালেক মোল্লা একই গ্রামের  বুলবুলের  সাত বছরের শিশুপুত্রকে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনের বাগানে  নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক বলৎকার করে রক্তাক্ত করে । এঘটনা বাড়িতে বলে দিলে তাকে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয় মালেক। এতে ছেলেটি অসুস্থ হয়ে পড়লে বলৎকারের  বিষয়টি জানিয়ে দেয় তার স্বজনদের।
  এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শনিবার মালেককে গণপিটুনি দিয়ে বুলবুলের বাড়িতে বেঁধে রাখে। দুশ্চরিত্র  মালেকের বিরুদ্ধে এর আগে শিশু ধর্ষনের অভিযোগও আছে। তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে সাঁথিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে##