জানাযায়, সোমবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুরের কলেজ পাড়া নির্বাচনী প্রচারের জন্য যান বহিস্কৃত ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরশেদ আলী ভান্ডারী। এসময় তাদের উপর হামলা চালান নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে স্বতন্ত্র প্রার্থী আরশেদ আলীসহ ৭জন আহত হয়। আহতদের মধ্যে আরশেদ আলী ভান্ডারী, দেলোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, আশরাফকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আরশেদ আলীস ভান্ডারী জানান, দীর্ঘ দিন ধরে নৌকা প্রতিকের প্রার্থী মিরাজুল ইসলাম ও তার সমর্থকরা আমার কর্মী ও আমাকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে। আজ সোমবার সকালে আমি সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচারে গেলে নৌকার প্রার্থীর হুকুমে তার সমর্থক রফিকুল, জিলাল, কাওসার, আনোয়ার, আজাদ ও টিংকুসহ ২০/২৫জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমিসহ সমর্থকরা এখন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছি।
আ,লীগ মনোনীত নৌকার প্রার্থী মিরাজুল ইসলাম জানান, এ বা কাহারা আমার প্রতিপক্ষ প্রার্থীর উপর হামলা করেছে তা আমার জানা নেই।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।







