৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ লিখিত অভিযোগে জানা যায, কোন প্রকার কারণ ছাড়াই পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে গত ১৮ র্মাচ ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  সাঁথিয়া উপজেলা শাখার একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটিতে উপজেলার করমজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করমজা গ্রাম থেকেই অনোয়ার হোসেন মরহম কে আহবায়ক ও লিখন মোল্লা কে সদস্য সচিব করা হয়। এ কমিটি প্রকাশ হওয়ার পরপরই দলের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। এদিকে এ কমিটিতে স্থান পাওয়া ১ নং যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ ৭ জন যুগ্ম আহবায়ক এবং সদস্য মিলে মোট  ১৯ জন  পদত্যাগের হুমকি প্রদানসহ  এ কমিটি বাতিল চেয়ে সংগঠনের রাজশাহী বিভাগীয় টিমপ্রধান বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে,এলাকায় না এসে মতামত না নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে  অনৈতিক আর্থিক লেনদেন করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিতর্কিত,পক্ষপাতমূলক কমিটি অনুমোদন করেছেন। তারা এ বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে নতুন কমিটি প্রদানের দাবি জানান। এ ব্যাপারে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে সংগঠনের রাজশাহী বিভাগীয় টিমপ্রধান জামাল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগটি খতিয়ে দেখা হবে। যদি এ ধরণের কিছু হয়েই থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।