১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার ডেমড়া- আতাইকুলা  সড়কের ধুলাউড়ি নতুনপাড়া নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় ওই দিন শাহজাদপুর হাট থেকে সুতা শ্রমিকরা শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটিতে সুতা আনতে গিয়ে উক্ত ধুলাউড়িতে ঘন কুয়াশায় খাদে পড়ে যায়। এতে ভটভটির চাপা পড়ে ঘটনাস্থলেই উপজেলার রঘুনাথপুর গ্রামের আনছার আলীর ছেলে খোকন (৩২) নিহত হন। সাঁথিয়ার ধুলাউড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সরোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।##