১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ১০ দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুরু

শেয়ার করুন:

প্রতিনিধি, সাঁথিযা(পাবনা)ঃ ইছামতি নদীতে নৌকা বাইচের প্রচলন নতুন নয়। মূলতবর্ষাকালে এ অঞ্চলে নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পাবনার সাঁথিয়া পৌরসভা আয়োজনে ঐতিহ্য বাহি ইছামতি নদীতে নৌকা বাইচ শুরু করা হয়। 
নৌকা বাইচ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ।প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসতীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড, শামসুল হক টুকু এমপি।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য এ্যাড, আশিফ শামস্ রঞ্জন, সহসভাপতি হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলসহ আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ দেখার জন্য দুপুর থেকে ইছামতি নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায় । উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় বাংলার রকেট, বিজয় বাংলা, সৈয়দপুর এক্সপ্রেস, শেরে বাংলা ভিটাপাগা, মায়ের দোয়া আফড়া, সলঙ্গী এক্সপ্রেস সলঙ্গী, ইছামতি এক্সপ্রেস কালাইচাড়া, বাগচি চ্যারেঞ্জারস, হুইখালী এক্সপ্রেস, সরদার এক্সপ্রেস হেঙ্গুয়া, ভাই ভাই এক্সপ্রেস অংশ নেন।