সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায পাবনার সাঁথিয়ায় ৪ সন্তানে জননী ফুলমালা খাতুন(৪০) বসতঘরের আড়ায় রশিতে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার আফড়া ভাদালিয়া পাড়া গ্রামের মোস্তফর স্ত্রী। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে ফুলমালার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ফুলমালার ভাই রফিকুল ইসলাম জানান, আমার বোন ৩/৪ বছর পূবে সন্তান প্রসবের সময় মাথায় একলাশিয়া সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন চিকিৎসায় কোন ফল হয়নি একশিয়ামের জ¦ালা সইতে না পেরে আত্মহত্যা করেছে।
গতকাল রোববার(১৯ সেপ্টেম্বর) ভোরে সাঁথিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এব্যাপারে সাঁথিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামালা নং-৩৯,তারিখ-১৯/০৯/২১ইং। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।##








