১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন:

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানদারগণ। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার মাধপুর বাজারে।
ক্ষতি গ্রস্থ হোটেল দোকানের কর্মচারী মমিন জানান, রাতে তারা হোটেলের কাজ করছিল এমন সময় পাশের সাইদুলের মুদি দোকানের কফি মেশিনের আগুনের শিখা বের হতেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
 খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যেই ওমরের হোটেল, সাইদুলের মুদি দোকান, মুকুলের মুদি দোকান, আক্তারের মুদি দোকান ও তপনের সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকরা জানান তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লাা, ইউনিয়ন আ”লীগ সভাপতি নুর মোহাম্মদসহ ঘটনা পরিদর্শন করেন।