১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃদ্ধদের লাঠি,খাদ্য ও মাক্স বিতরণ

শেয়ার করুন:

  

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিt পাবনার সাঁথিয়ায় উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাজের শতাধিক অসহায় বৃদ্ধদের মাঝে,মাক্স, খাদ্য ও চলাচলের জন্য লাঠি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় সাঁথিয়া পিপুলিয়ায় অবস্থিত উপজেলা কার্যালয়ে তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাঁত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ওমর, আকতার হোসেন,জহুরুল হক, মোশারফ হোসেন,ওহেদ আলী, মোতাকাব্বির, কুতুবউদ্দিন ও ইউনিয়নের সদস্যগণ। তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেন বলেন,সমাজের এসব অসহায় বৃদ্ধ বয়জ্যোষ্ঠদের সাহায্য করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।##