১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া ও আমিনপুরে দুই যুবকের আত্মহত্যা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার সাঁথিয়া ও আমিনপুরে গলায় ফাঁস ও গ্যাস ট্যাবলেট খেয়ে পৃথক পৃথক ভাবে দুই যুবক আত্ম হত্যা করেছে।

জানাযায়, সোমবার দুপুরে পারিবারিক কলোহের জের ধরে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুবাড়িয়া গ্রামের মাওলানা সেকেন্দার আলীর ছেলে ইলিয়াস (২৮) গ্যাস ট্যাবলেট সেবন করে। এতে সে অসুস্থ হলে তাকে প্রথমে সাঁথিয়া ও পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার দিন গত রাতে চিকিৎসাধিন অবস্থায় ইলিয়াস মারা যায়। সে দীর্ঘ দিন ধরে কর্মহীন ও  ভবোঘুরে জীবন যাপন করত।
এদিকে মঙ্গলবার দুপুরের দিকে আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে আলমাস (২৭)। সে ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে। ঘটনার দিন আলমাস পিতার নিকট ২শত টাকা চান। টাকা না পেয়ে সে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস নেন। আলমাস দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার টাকার জন্য প্রায়ই বাবা মাকে সে চাপ দিত। ইতো পূর্বে আমিনপুর থানা পুলিশ মাদকসহ তাকে আটক করলে সে পুলিশী হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায়।
 আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান,আলমাস পেশাদারী মাদক সেবি ছিল। ২শত টাকা না পেয়ে সে আত্মহত্যা করে। এব্যাপারে থানায় ইউডি মামলা হবে।