১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া পৌরসভার দৌলতপুর গ্রামে আরসিসি রাস্তার কাজের উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা )প্রতিনিধিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গত শুক্রবার পাবনার সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দৌলতপুর সৈয়দ আলী খানের বাড়ির সামনে হইতে পশ্চিম পাড়া শফিক মল্লিকের বাড়ি হয়ে ইছামতির নদীর ডাইক পর্যন্ত ৯৭ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ৭০০ মিটার আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাঁসান আলী খাঁন, আলহাজ্ব রবিউল করিম হিরু, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র আব্দুল হাই, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাংবাদিক খালেকুজ্জামান পান্নুসহ স্থানীয় সুধিজন।