মাহবুবুল আলম বাচ্চু
আওয়ামীলীগ মনোনিত নৌকার এ মেয়র প্রার্থী বলেছেন, ‘জন্মভূমিকে নিয়ে কিছু মানুষের লক্ষ্য এবং স্বপ্ন থাকে। প্রতিনিধিত্ব করা না গেলে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। আমরা অনেকে বলি আধুনিক, অনেকে বলে ডিজিটাল আবার আলোকিত। কিন্তু আমি বলব, আধুনিক হোক আর ডিজিটাল সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা আমি গড়তে চাই।’
পৌর এলাকা ও নাগরিকদের নিয়ে তার চিন্তা-ভাবনার কথা ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু। তিনি নিশ্চিত নাগরিক সব সুবিধা ও একটি আলোকিত পৌরসভা বাস্তবায়নের স্বপ্ন পরিচ্ছন্নভাবে উপস্থাপনা করেছেন। আর দ্ব্যর্থহীনভাবে সাঁথিয়া পৌরবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করতে পৌরসভাকে ঢেলে সাজানো থেকে শুরু করে আধুনিক ও ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন।
নৌকা প্রতীকের মাহবুবুল আলম বাচ্চু বলেন, ‘মাদক বর্তমানে আমাদের দেশে প্রধান সমস্যা। আমি সবসময় মাদকের বিরুদ্ধে স্বোচ্চার ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব।
তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রিয় শহরটাকে রাতের বেলায় আলোকিত করার জন্য উন্নতমানের লাইটিং ব্যবস্থা করার একটা চিন্তা আমার আছে।
শহরের সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা ভাল রাখাসহ একটি পৌর বিদ্যালয় করার পরিকল্পনা আমার আছে।’
মাহবুবুল আলম বাচ্চু বলেন, নতুন স্বপ্ন নিয়ে আধুনিক ও ডিজিটাল পৌরসভার বাস্তব রূপ দিতেই দৃঢ় পরিকল্পনা করব। আমি জানি, এ পথচলায় অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তবুও আমি আমার পরিকল্পনা থেকে একচুলও বিচ্যুত হব না। বিরোধীপক্ষ বিরোধিতা করবে, সমালোচকরা সমালোচনা করবে, এটাই তাদের বৈশিষ্ট্য। এসব অল্পকিছু মানুষ নিজেদের ব্যক্তি স্বার্থ পূরণে সাধারণ মানুষকে ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্ত করে থাকে। এ কারণেও পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিন্তু যে পরিকল্পনা জনগণের স্বার্থে করা হয় তার বাস্তবায়ন আল্লাহ তায়ালার রহমতে হয়ে যায়।’
‘আমাদের পৌরসভায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। আমি মেয়র নির্বাচিত হলে রাস্তায় সকল অটোবাইক ও অটো রিকশাকে চাঁদা মুক্ত করে দেওয়া হবে। এছাড়া, প্রথম শ্রেণির পৌরসভার কারণে এখানকার নাগরিকদের প্রদেয় কর অবশ্যই হার অনুযায়ী একটা নির্ধারিত মানের হতে হবে। সেজন্য এখানে নাগরিক কর বিবেচনায় এনে নির্ধারন করব।
‘আমার মনে হয়, প্রথম শ্রেণির পৌরসভার সুবিধাপ্রাপ্তির বিষয়টা হয়তো পৌরবাসী এখন পর্যন্ত পরিষ্কার ধারণা রাখতে পারছে না। সত্যি হয়তো তা তাদের সাধারণ কল্পনায় বোধগম্য বা উপলব্ধ নয়। তাই আমি সাঁথিয়া পৌরসভার বাসিন্দাদের বাস্তবিক প্রথম শ্রেণির পৌরসভার উন্নত জীবনমানের সুবিধা দিতে চাই। আর সেই স্বাপ্নিক প্রচেষ্টা অচিরেই স্বপ্নের খোলস মুক্ত হয়ে বাস্তবতা পাবে, যদি পৌরবাসী ১৬ তারিখের নির্বাচনে আমাকে মনোনীত করে আর আল্লাহ তায়ালা যদি আমাকে সেই সম্মান দান করেন।’
মাহবুবুল আলম বাচ্চু আরো বলেন, সর্বসাধারণের জন্য আধুনিক মানের বিপনীবিতান থাকার দরকার। যদিও পৌরসভার কয়েকটি মার্কেট আছে। এছাড়া আরো একটি আধুনিক বিপনীবিতান ও পৌর হকার্স মার্কেট গড়ে তোলার চিন্তা আছে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি যদি মেয়র নির্বাচিত হই তবে শহরের সুধীজনদের নিয়ে একটা মাস্টার প্ল্যান করে পৌরসভাকে নতুন করে ঢেলে সাজাবার একটা পরিকল্পনা নেব। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার উন্নয়নমূলক কাজ করে সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন আধুনিক ও ডিজিটাল একটি পৌরসভা গড়তে চাই। আমি মেয়র নই আপনাদের সেবক হতে চাই।









