১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া পৌরসভার সাধারণ বাজেট(খসড়া) নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার সাঁথিয়া পৌরসভার সাধারণ বাজেট(খসড়া) নিয়ে নগর সমন্বয় কমিটির সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার(১৬ জুন) দুপুরে সাঁথিয়া পৌরসভা মিলনায়তনে নগর সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন মেয়র মাহবুবুল আলম বাচ্চু। এ সময় ২০২২-২০২৩ইং সাধারণ বাজেট(খসড়া) উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষক আব্দুল বারিক। সাঁথিয়া পৌসভার নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামানের পরিচালনায় খসড়া বাজেটের ওপর উম্মুক্ত আলোচনা অংশ নেন সাীঁথয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, রতন দাস, আবুল কাশেম, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম,আ’লীগ নেতা মাসুম মোল্লা, আবু সাইদ, নয়ন, এনজিও প্রতিনিধি আলো প্রমুখ। মেয়র বলেন, আপনাদের মুল্যমান মতামতের ভিত্তিতে আগামী ২০২২-২০২৩ইং অর্থ বছরের সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা করা হবে।