সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার বিকেলে সাঁথিয়া পৌরসভার সাঁথিয়া বাজারসহ পৌরসভার বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সাঁথিয়া পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরার কার্যক্রমের ভার্চুয়েল উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, এএসপি বেড়া সার্কেল জিল্লুর রহমান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশের একটি রাজনৈতিক মহল করোনা নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করে মানুষের মধ্যে আতংক সৃষ্টি ও বহির্বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। পৌরসভার মেয়রের এই উদ্যোগের প্রশংসা করে তিনি সভানেত্রীর নির্দেশ অনুসারে দলীয় নেতা-কর্মীদের সব সময় উন্নয়ন কাজে পাশে থাকার আহবান জানান।
পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু জানান, রাস্তা-ঘাট, হাট-বাজারে আইন শৃঙ্খলা রক্ষায় পৌরসভার বিভিন্ন গুরুত্বর্পর্ণস্থানে ৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সনাক্ত করায় সহায়ক হবে। ##








