১৮ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ৩রা আশ্বিন, ১৪৩২🔻 ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭

সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক | কালবেলা

শেয়ার করুন:

ইসরায়েলি তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকে কেন্দ্র করে তুরস্ক সাইপ্রাসকে হুমকি দিচ্ছে। তুর্কি কর্মকর্তারা বলছেন, আঙ্কারা সাইপ্রাসের ইসরায়েলি তৈরি বারাক এমএক্স সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সতর্ক করে দিচ্ছে, এই পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সাইপ্রাসের চলমান অস্ত্রশস্ত্র তৈরির প্রচেষ্টা দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হবে। এটা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। কারণ, যে সিস্টেমটি সাইপ্রাসে সরবরাহ করা হয়েছে তা ভয়ানক।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি স্থলভিত্তিক এই ব্যবস্থাটি একই সাথে ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) দূর থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানকে বাধা দিতে সক্ষম। এর মোতায়েনের ফলে সাইপ্রাসের প্রতিরক্ষা ঢালের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। এর আগে কেবল সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সাইপ্রাসের।

১৯৯৭ সালে সাইপ্রাসে রাশিয়ার তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার ফলে তুরস্কের সাথে অচলাবস্থার সৃষ্টি হয়। এ সামরিক পদক্ষেপকেও হুমকি হিসেবে দেখে আঙ্কারা। তখন সাইপ্রাস গ্রিসে ক্ষেপণাস্ত্র হস্তান্তরে সম্মত হওয়ার পর উত্তেজনা কমে আসে।

নাম প্রকাশ না করে তরস্কের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তুরস্ক তুর্কি সাইপ্রিয়দের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসরায়েলকে থেকে বাড়তি কিছু কেনা অপ্রয়োজনীয় এবং উসকানিমূলক মনে করে তারা।