৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সিরাজগঞ্জের সলঙ্গ ২০কেজি গাঁজা, ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

শেয়ার করুন:

 ইছামতি নিউজ টুয়েন্টিফোরঃ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ এপ্রিল সন্ধ্যায় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন সিরাজ সঙ্গীয় ফোর্সসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া-ঢাকা মহাসড়কের গোলকপুর গ্রামস্থ তাহমিদ ডায়মানা মটরস এর সামানে অস্থায়ী চেকপোষ্ট পর্নবাহী ট্রাক যাহার নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৯১ তল্লাসী চালিয়ে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম(৫২)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০কেজি গাঁজা,নগদ ৪হাজার ৮’ টাকা, ১টি মোবাবইল  সীম উদ্ধার করে। রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার  নাগেরশ্বরী থানাধীন তেইলানির পার গ্রামের মৃত আনসার মিয়ার ছেলে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মাদক মামলা হয়েছে।##