ইছামতি নিউজ টুয়েন্টিফোরঃ সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৪.৩৫টার সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলাস্থ পরিতোষের মিষ্টির দোকানে সামনে ঢাকা-বগুনা মহাসড়কের পূর্ব পার্শে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে যানবাহন তল্লাসীর এক পর্যায়ে ঢাকাগামী যাত্রীবাহী শ্রামলী পিরবহন(ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩৯) তল্লাসী করে মতিয়ার রহমান মন্ডল(৪২), ও রাশিব হাসান (১৬) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল,২টি মোবাইল সেটসহ নগদ ৮হাজার টাকা উদ্ধার করা হয়। মতিয়ার রহমান দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ধনশাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে এবং রাশিব হাসান রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন সরদার পাড়া গ্রামের এবাদত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মামদ মামলা হয়েছে।##







