ইছামতি নিউজ টুয়েন্টিফোরঃ সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার পরণব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫.৪৫টার সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া-ঢাকা গামী হাইওয়ে রোডের গোলকপুর গ্রামস্থ অতিথি আবাসিক হোটেলের সামনে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে একটি টাটা ট্রাক( ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) চেক করার সয়ম ২ মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। তল্লাসী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি আটক করা হয়। পালতক মাদক ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চর গরগরী পশ্চিমপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাসিম(৩৫) ও একই গ্রামের জাকির ড্রাইভারের ছেলে ট্রাক হেলপার হৃদয়(১৯)। সলঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে।##
Post Views: 73








