৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সিরাজগঞ্জ র‌্যাব-১২ মায়ায়মার থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩জনকে গ্রেফতার

শেয়ার করুন:

ইছামতি নিউজ টুয়েন্টিফোরঃ  সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  গত মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১০.০৫টার সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ নিউ জনতা হোটেল এর সামনে ভারত থেকে অবৈধভাবে পালিয়ে আসা ১মহিলাসহ ৩জন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা আটক করেছে। আটককৃত রা হলো স্বদেশ মায়ানমার সিওে (আকিয়ার) জেলার বুসিডং থানাধীনা ইয়াংছাং(সিন্ধিপান পাড়া) গ্রামে বেলালের স্ত্রী ইয়াসমিন(২৬), সিকান্দার এর ছেলে বেলাল(৪৮),এ্কই জেলার মংডু (বুসিডং)থানাধীন রাইমাসিল গ্রামের আলমগীরের ছেলে রিয়াদ(১৮)। এছাড়াও মহিলার সাথে সাড়ে ৩বছর বয়সী একটি মেয়ে ও ১বছর ৯ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।##