১লা নভেম্বর, ২০২৫ 🔻 ১৬ই কার্তিক, ১৪৩২🔻 ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সিরিয়ার ওপর সিজার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:

সিরিয়ার ওপর আরোপিত সিজার আইন অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে। একইসঙ্গে সিরিয়ার উন্নয়ন ও শান্তিপূর্ণ পুনর্গঠনে সহায়ক যে কোনো বিনিয়োগ বা সম্পৃক্ততাকে স্বাগত জানায়।

২০২০ সালে চালু হওয়া সিজার আইনের আওতায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকার, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

চলতি বছরের মে মাসে সৌদি আরবের আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে বৈঠক হয়। সেখানেই ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তবে আইনি দিক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মার্কিন কংগ্রেসকে। আইনপ্রণেতারা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।