১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সিসিডিবি উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতা দিবসে পালিত

শেয়ার করুন:

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া সিসিডিবি-এমএফপির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া সিসিডিবি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকা সমন্বয়কারি পাবনা অঞ্চলের মো: আতিকুর রহমান চৌধুরী।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া সিসিডিবি’র শাখা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন, সিসিডিবি পাবনা শাখা ব্যবস্থাপক মকলেছুর রহমান, সিসিডিবি ভাঙ্গুড়ার শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, সিসিডিবি মুলাডুলি শাখা ব্যবস্থাপক লাল মহন সরকার, আটঘরিয়ার সিসিডিবি হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন, এফও নিজাম উদ্দিন, এফও তাবারক হোসেন, উজ্জল হোসেন, মুলাডুলি শাখার এফও নাসিমা খাতুন প্রমূখ।

আলোচনা শেষে সিসিডিবি’র কর্মকর্তাবৃন্দ চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। ১ম বিজয়ী হয়েছেন রোমেন আহমেদ, ২য় বিজয়ী হয়েছেন ঐশি খাতুন, ৩য় বিজয়ী হয়েছেন মাহি।