১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরের আহম্মদপুরে নৌকায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট:ঃ পাবনার সুজানগরে উপজেলার আহম্মদপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ১১ নভেম্বর। এ নির্বাচনকে কেন্দ্র করে আ,লীগ সমর্থিত প্রার্থী কামাল হোসেন মিয়ার নৌকায় দূর্বৃত্তরা রবিবার দিনগত রাতে আগুন দিয়েছে। ইউনিয়নের দক্ষিণপর গ্রামের মোড়ে নির্বাচ

নের প্রচারনের জন্য হাতে তৈরি নৌকা ঝুলিয়ে রাখা হয়েছিল।ঝুলিয়ে রাখা নৌকায় কে বা কাহারা রাতের অন্ধকারে খড় দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তবে নৌকা মার্কার প্রার্থী আহম্মদপুর ইউনিয়নের আ,লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া বলেন, প্রতিপক্ষ আনারসের(স্বতন্ত্র প্রার্থীর) সমর্থকরা প্রতিহিংসার কারণে নৌকায় আগুন লাগাতে পারে।তিান পুলিশ প্রশাসনের নিকট এলাকায় ভোটের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভ‚মিকা রাখতে আহŸান জানান। তিনি আরও জানান, এ ওয়ার্ডে মোরগ মার্কার সমর্থক ও টিউবয়েল মার্কার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। মোরগ মার্কার সমর্থকরা আনারসের পক্ষ নিয়েছে। সব বিষয়ে তথ্য সংগ্রহ করে সঠিক অপরাধীকে খোঁজে বের করতে হবে।

জয়নাল উদ্দিন মিন্টু ও মেরিনা খাতুন জানান, ভোরে ঘুম থেকে রাস্তায় বের হয়েই নৌকা পুড়ানোর দৃশ্য চোখে পড়ে। পরে এলাকার লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়।

আমিনপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, নৌকা পুড়ানোর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তের চেষ্টা করছি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।