৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরের পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে সুজানগর উপজেলার ৫১ টি পূজামন্ডপে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২০ অক্টোবর) সুজানগর ডাকবাংলো হলরুমে পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে  পূজামন্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিতরণ অনুষ্ঠানে এ সময়  পাবনা জেলা পরিষদের সংরক্ষিত সদস্য লিপি ইয়াসমিন, পাবনা জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী সাজেদুল হক,হিসাব রক্ষক নাছিম হায়দার, সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাবেক সভাপতি শ্রী অতুল কুমার কুন্ডু,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিজন কুমার পাল সহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য সুজানগর উপজেলার ৫১টি পূজামন্ডপের প্রত্যেকটিতে ২ হাজার টাকা করে মোট একলক্ষ দুই হাজার টাকা প্রদান করা  হয়।