১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে ওয়াকফ এস্টেটের জমির মাটি বিক্রি !

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট ঃ– পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী গ্রামের প্রয়াত এ্যাডভোকেট সাহাবুদ্দীন মৃতর পূর্বে প্রায় একশত বিঘা জমি সরকারের নামে ওয়াকফ করে মৃতবরণ করেন। তার মৃত্যুর পর এলাকার কিছু ভূমিদস্যুরা জাল দলিল করে ওয়াকফ’র জমি দখল করে। পরবর্তীতে এ্যাডভোকেট সাহাবুদ্দীনের নাতী মোতওয়ালী রফিকুজ্জামান রানা বাংলাদেশ ওয়াকফ এস্টেটের মামলা করেন। দীর্ঘ দিন মামলা চলার পর বাংলাদেশ ওয়াকফ প্রশাসক প্রদত্ত নির্দেশে জেলা প্রশাসক পাবনা বরাবর গত-১০/০৬/২০০৮ইং-তারিখে স্বারক নং-ওঃপ্রঃ/শুঃশাঃ-২/২৬৯ বরাবর আসে এবং জেলা প্রশাসক পাবনা প্রদত্ত আদেশ দ্বারা গত ২৫/০৬/২০০৮ইং তারিখে স্বারক নং-জেপ্র/পাব/আরএম/বিবি ছত্রিশ-৫৪/০৭/০৮-৭৮৯ উপজেলা বরাবর প্রদান করেন। দীর্ঘ সময় তার কোন আইনী ব্যবস্থা ও সরকারি সম্পদ রক্ষার্থে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ভূমিদস্যুরা সরকারি সম্পদ লুন্ঠন করার সুযোগ গ্রহণ করে। এ্যাডভোকেট সাহাবুদ্দীনের নাতী মোতওয়ালী রফিকুজ্জামান রানা গত০৯/০২/২০২১ইং তারিখে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় কিছু ভূমিদস্যু বসতবাড়ীর আঙ্গিনা সহ আবাদি ফসলী জমির মাটি কর্তন করিয়া বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে এবং ফসলী জমি ক্ষতি করছে। তিনি সরকারের ওয়াক্ফ সম্পদ বিনষ্ট কারিগণের বিরুদ্ধে শাস্তি দাবি জানান।