১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে করিমন উল্টে যুবক ও চিল্লায় এসে মুসুল্লি নিহত

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ সুজানগরে পেঁয়াজ ভর্তি করিমন উল্টে ফজলুর রহমান(৩৫) নামক এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের নাজিম সরদারের ছেলে। এলাকাবাসী জানায়  বৃহস্পতিবার  ভোর ৬টার দিকে গোপালপুর নিজ বাড়ী থেকে করিমন ভর্তি  পেঁয়াজ নিয়ে কাশিনাথপুর বাজারে যাওয়ার পথে স্থানীয় খয়রান ব্রিজের কাছ থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে  করিমনের নিচে চাপা পড়ে সে মারা যায়।

এদিকে সুজানগরে ৪০দিনে এক চিল্লায় এসে মোঃ আব্দুর রাজ্জাক খন্দকার(৭০) নামে তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু হয়েছে। সে পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মোলাডুলি এলাকার মৃত আব্দুল গফুর খন্দকারের ছেলে।  চিল্লায় আসা তাবলীগ জামাতের আমীর  রিয়াজুল হাসান মামুন জানান সুজানগর পৌরসভার মুন্সীবাড়ী মসজিদে অবস্থান করাকালে  বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে অসুস্থতা জনিতকারণে মারা যান তিনি।