এম এ আলিম রিপন ঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। তবে নেতিবাচক রাজনীতি আমাদের অগ্রগতির জন্য মাঝে মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। যুবদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহŸান জানিয়ে সোমবার(১ নভেম্বর) সুজানগরে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন তথ্য প্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে।‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই শ্লোগানকে সামনে রেখে সুজানগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন। আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি আর ধ্বংসাতœক কার্যকলাপকে ‘না’ বলে জাতীয় উন্নয়নে অবদান রাখতে যুবদের প্রতি আহŸান জানান । আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মো.শাকিল,উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন (বিদ্যুৎ), উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গফুর, জলিলুর রহমান,অফিস সহকারী আব্দুল গনি এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ২৭ জন যুব এর মাঝে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
Post Views: 61







