৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

 

এম এ আলিম রিপনঃ  সুজানগরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন সুজানগর কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন  ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ পরিচালক  মুহাম্মদ ইমামুল ইসলাম।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল মতিন ও হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান প্রমুখ । সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মাঠ পর্যায়ে সরকার কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করে থাকেন। এছাড়া জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং,বাল্য বিবাহ রোধ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়,কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে বলেও জানান তিনি। সম্মেলন শেষে  মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। সম্মেলনে সুজানগর  উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত  প্রায় ১৮০জন ইমাম অংশগ্রহন করেন।