৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে বাইসাইকেল উপহার পেলেন ৯৭ গ্রাম পুলিশ

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই  সাইকেল বিতরণ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে  বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অন্যান্যদের মাঝে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।  সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবরা-খবর রাখেন গ্রাম পুলিশ সদস্যরা। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। আজকে যারা এই বাইসাইকেলগুলো পেলেন তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং বাইসাইকেলর মাধ্যমে গ্রাম পুলিশের কাজ আরও গতিশীল  হবে।  এছাড়া তারা দ্রæত ইউনিয়ন পরিষদের সব তথ্য  গ্রাম গ্রামে পৌঁছে দিতে পারবে ।