১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় শিশু নিহত

শেয়ার করুন:

এম এ আলিম রিপন : সুজানগরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মার্জিয়া খাতুন নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সে পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের মোঃ বাচ্চু হোসেনের মেয়ে।  এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে সুজানগর পৌরসভার ফকিরের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুটির পিতা জানায়,  সিএনজিতে করে কোলাদী থেকে নাজিরগঞ্জ যাবার পথে ফকিরের মোড় নামক স্থান থেকে অপরদিক থেকে দ্রæত গতিতে আসা বালু বাহী একটি ড্রাম ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান  ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।