৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”  এ প্রতিপাদ্যকে লালন করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  সারাদেশের মত সুজানগরেও ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। । রবিবার(৪ অক্টোবর) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে উপজেলায় এ ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সেলিম মোরশেদ,ডাঃ আব্দুল্লাহ হেল বাকী, ডাঃ শারমিন সুলতানা ও শরিফুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন ভিটামিন সবার জন্য প্রয়োজন,তার মধ্যে ভিটামিন ‘এ’  গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ কেবল রাতকানা রোগ প্রতিরোধই করেনা,এর মাধ্যমে শিশু শারীরিক ও মানসিকভাবেও সুস্থভাবে বেড়ে উঠে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে  একটি শিশুর জন্য  মায়ের বুকের দুধ সবচেয়ে আদর্শ খাবার,পাশাপাশি দরকার অন্যান্য সুষম খাবার।  তিনি আরো বলেন ভিটামিন ‘এ’ এর অভাবে কোনো শিশু যাতে দৃষ্টি না হারায়,একটি শিশুও যাতে  পুষ্টিহীনতায় না ভোগে সে লক্ষ্যে সরকার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান এ কার্যক্রমের মাধ্যমে  প্রতিবারের মতো এবারেও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আর সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ভ্র্যম্যমান কেন্দ্র সহ সর্বমোট ২৪২টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ৬৪৫৫ জন, এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪১৪১০ জন শিশু সহ সর্বমোট প্রায় ৪৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে । উল্লেখ্য প্রতিবছর জুনে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হলেও এবারে   করোনা মহামারির কারণে রবিবার(৪ অক্টোবর) থেকে শুরু হয়ে এটা চলবে ( ১৭ অক্টোবর) পর্যন্ত।