এম এ আলিম রিপন ঃ মুজিব শতবর্ষে নিরক্ষর জনগোষ্ঠিকে স্বাক্ষর করার করার অভিযান নিয়ে পাবনার সুজানগরে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)এর ২য় ধাপের শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌরসভার ভবানীপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও অনন্য সমাজ কল্যাণ সংস্থার সহকারী পরিচালক সেলিম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিখন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও পাবনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার উপ-পরিচালক মো. সোলায়মান। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা আ.লীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, শিক্ষিকা ছালমা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষার কোন বয়স নাই। এজন্যই দেশের সকল শ্রেণী পেশার নিরক্ষর জনগোষ্টিকে স্বাক্ষর করার অভিযান নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকে,তিনি সুস্থ থাকলে দেশের প্রতিটি মানুষও ভাল থাকবেন। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এবং অনন্য সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এই প্রকল্পের আওতায় সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের ৩৪০টি কেন্দ্রের ও ৬৮০ জন শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর নারী-পুরুষকে বিনামূল্যে সাক্ষরতা শিখন প্রদান করা হবে বলে জানান অনন্য সমাজ কল্যাণ সংস্থার সহকারী পরিচালক সেলিম আহমেদ।







