এম এ আলিম রিপনঃ উপজেলায় সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে শক্তিশালী সাবমারসিবল পাম্প ও ওভারহেড পানির ট্যাংক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া ফকিৎপুর গ্রামের ইবাদত আলীর বাড়ীতে শক্তিশালী সাবমারসিবল পাম্প ও ওভারহেড পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন,সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল,সাতবাড়ীয়া ইউপি সচিব আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, আবুল হাশেম ও সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আয়নাল ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম জানান উপজেলার ২৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানে এ সব সাবমারসিবল পাম্প ও ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হবে।
Post Views: 61








