৯ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৪শে কার্তিক, ১৪৩২🔻 ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সুজানগরে স্ত্রীর অসম্পূর্ণ সন্তানের ভ্রণ নষ্টকরে এলাকাবাসীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:

সুজানগর প্রতিনিধি: পাবনার সুজানগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও এলাকাবাসীকে সায়েস্তা করতে বাড়িতে ভাংচুর ও লুটপাটের নাটক সাজিয়ে মামলার ঘটনা ঘটেছে। এমন কি নিজ স্ত্রীর অসম্পূর্ণ সন্তানের ভ্রণ নষ্ট করে এলাকাবাসীর বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা করা হয়েছে। এতে ওই পরিবারের মামলার ভয়ে আতংকৃত রয়েছে উপজেলার চরজোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দারা।

জানাযায়, উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামের মৃত এজেম উদ্দিনের ছেলে হাজ্বী আব্দুল জলিল উদ্দিন তার ভাই একই গ্রামের হাজী মোসলেম উদ্দিনের নিকট থেকে জমি ক্রয় বাবদ ২০ লক্ষ টাকা অগ্রিম প্রদান করেন। টাকা অগ্রিম পেয়ে মোসলেম উদ্দিন তার ছেলে সুন্দর আলীর পরামর্শে ওই জমি রেজিষ্টি করে দেন না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ জুন সুন্দর আলী ও তার চাচাতো ভাই সাইমুম সাজিদ নিজ বাড়িতে লুটপাট ও ভাংচুরের নাটক সাজায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। এ বিষয়ে সাইমুন সাজিদ বাদী হয়ে আ: জলিলের স্বজন ও এলাকাবাসীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেন। যার নং ২৫। তারিখ ২৯ জুন।
তারা এতেও ক্ষান্ত, না হয়ে একই ঘটনায় গত ৯ জুলাই সুজানগর থানায় আরো একটি মামলা করেন প্রতিপক্ষ ও এলাকাবাসীর নামে । যার নং ০৯।
মামলার এজাহারে বলা হয় ২৮ জুন সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুল জলিল হাজীর পরিবারের সদস্য ও এলাকাবাসী সুন্দুর আলীর বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন। এছাড়াও অভিযোগে উল্লেখ করেন আসামীরা তার স্ত্রী মেরিনা খাতুন রত্নার পেটে লাথি মারেন। এতে তার ২ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
পাবনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার বিথি খাতুনের অডিও রেকডিং সূত্রে জানাযায়, সুন্দুর আলী প্রতিপক্ষকে ফাঁসাতে কয়েকবার বিথি খাতুনের নিকট আসেন। বিথি জানান, হাসপাতাল থেকে সুন্দুর আলী সন্তান নষ্টের একটি প্রমানপত্র গ্রহণের চেষ্টা করেন। তিনি জানান, আল্ট্রাসোনোর যে রিপোর্ট আমাকে দেখিযেছিল তাতে বাচ্চার কোন ভ্রণ সৃষ্টি হয়েছিল না। রোগী অসম্পূর্ণ ভ্রণ নষ্টর করতে চেয়েছিল না, তাকে চাপ দিয়ে মিথ্যা রিপোর্ট সংগ্রহ করতে চেষ্টা করছিল। আল্ট্রাসোনোর রিপোর্ট আদালত চাইলে এর সত্যতা বের হয়ে আসবে। বিথি খাতুন দাবি করেন ওই মহিলার গর্ভে সন্তানের কোন ভ্রণ ছিল না, ছিলো শুধু সন্তানের থলি।
ঢাকা কুরমীটলা সরকারি হাসপাতারের ডাক্তার হুমায়ন কবির কল্লল জানান, ব্লাইটেড ডিম্বাণু হলো এমন একটি গর্ভাবস্থা যেখানে ভ্রণ পুনরায় শোষিত হয় অথবা কখনই বিকাশিত হয় না। ওটা ছিল একটি অসম্পূর্ণ শিশুর ভ্রণ।

চর জোড়পুকুরিয়া গ্রামের দুলাল হোসেন, নাসিম প্রাং জানান, ইতি পূর্বে সুন্দুর আলীর স্ত্রী মেরিনাকে দিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এমন কি সুন্দর আলী নিজের পিতাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এ ব্যাপারে পিতা মোসলেম উদ্দিন বাদী হয়ে সুন্দর আলীসহ অন্য সন্তানদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে। তারা আরও জানান, সুন্দর আলী আওয়ামীলীগ সরকার আমলে ক্ষমতা অপব্যবহার করে এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এলাকাবাসী এখন তাদের ভয়ে আতংকৃত জীবন যাপন করছে। তারা এলাকায় একক আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলায় যদি কেউ নিরপরাধ জড়িত থাকে তাকে তদন্ত পূর্বক বাদ দেয়া হবে।