৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  সুজানগরে জাতীয়  স্বেচ্ছায়  রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে  সকল শ্রেণী পেশার মানুষদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রæপ নির্ণয় করা সহ  স্বেচ্চায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। ‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ,অন্ধ আখিঁতে রশ্মি জ্বালাতে করব দৃষ্টিদান’ এ ¯েøাগানকে  সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি হেল্প ডেস্ক এর আয়োজনে  এ কর্মসূচি পালন করা হয় ।সোমবার(২ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে  এ কর্মসূচির উদ্বোধন করেন  প্রধান অতিথি সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব।  এ সময় মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের,উপজেলা আওয়ামীরীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর কাউন্সিলর সাহেবুল,প্রগতি হেল্প ডেস্ক এর সভাপতি রাহাদ-উল-ইসলাম রাব্বি, সিনিয়র সহ সভাপতি সাব্বির হোসেন, সহ সভাপতি মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক হাবিব আদনান, যুগ্ন সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, তন্ময় সাহা, প্রচার সম্পাদক রাতুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক অর্মত্য সাহা জয়, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, উপ দপ্তর সম্পাদক রাসেল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন উপ ত্রাণ বিষয়ক সম্পাদক অভি হাসান সজিব, ও ছাত্রী বিষয়ক সম্পাদক রওশীন জামান সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।  উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান করতে সকলের প্রতি আহŸান জানান।