১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর আ’লীগ নেতা রজবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর আওয়ামীলীগের সদস্য রজব আলীকে কুপিয়ে মারাত্বক করেছে দুর্বৃত্তরা।  সে পৌরসভার কারিকরপাড়া(একেনের মোড়) এলাকার আব্দুস সাত্তারের ছেলে।  রজবের স্বজনেরা জানান,  মুখোশধারী একদল সন্ত্রাসী রাত ৯টার দিকে একেনের মোড়ে অতর্কিত হামলা চালিয়ে রজবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা   গুরুতর  আহত অবস্থায় তাকে প্রথমে সুজানগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে  পরে পাবনা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে সর্বশেষ রাতেই রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে বলে জানান ওসি বদরুদ্দোজা। এদিকে এ ধরণের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের অতি দ্রæত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।