১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ

শেয়ার করুন:

 

এম এ আলিম রিপন ঃ  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুজানগর  উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় চরভবানীপুর গুচ্ছগ্রাম চত্বরে বৃক্ষের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার এ  কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, স্থানীয়দের মধ্যে সরদার রুহুল আমিন, আইনাল হোসেন, মনিরুজ্জামান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এদিন ২৫টির অধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।