১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর পৌরসভার নতুন মেয়রকে শুভেচ্ছা

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ ভালবাসায় সিক্ত হলেন সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম রেজা,সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মোছা.জাহানারা,চাম্পা খাতুন ও লিপি খাতুন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই, আব্দুর রহিম, জয়দুল হক জনি, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল মোল্লা, জাকির হোসেন, মুশফিকুর রহমান, পাশু সরদার ও হেলাল উদ্দিন।  সোমবার(২৬ এপ্রিল) বিকাল ৪টায় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী সুজানগর পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, সামছুল আলম,আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর পৌরসভার সচিব গোলাম নবী,চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা গ্রহন শেষে  সুজানগর পৌরসভার নতুন মেয়র রেজাউল করিম রেজা পৌরসভার উন্নয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সহযোগিতা কামনা করার পাশাপাশি  সুজানগর পৌরসভাকে একটি পরিছন্ন নগরী গড়তে সকলের দোয়া কামনা করেন। এর আগে এদিন দুপুর ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সুজানগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নতুন মেয়র ও কাউন্সিলদের ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড.মো. হুমায়ূন কবীর । প্রথমে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত পৌর মেয়র রেজাউল করিম রেজার শপথ বাক্য পাঠ করান।এরপর এই পৌরসভার সংরক্ষিত আসনের ৩ জন নারী কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের  ৯ জন কাউন্সিলর কে শপথবাক্য পাঠ করানো হয়।