১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর পৌরসভায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে সুজানগর পৌরসভার হতদরিদ্র ও অতিদরিদ্র মানুষদের মাঝে  ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌরসভার উদ্যোগে সোমবার(১৯ জুলাই) সকালে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে  এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শাহীনুজ্জামান শাহীন। সুজানগর  পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে¡ ও   পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  কাউন্সিলরগন,পৌরসভার প্রধান সহকারি মাসুদ রানা,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, সুজানগর পৌরসভার  ৬৬২১ জন হতদরিদ্র ও অতিদরিদ্রদের  প্রত্যেকে ১০ কেজি করে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।