এম এ আলিম রিপন,সুজানগর ঃ “ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে লালন করে সারাদেশের মত সুজানগরেও ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২১ শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।
শনিবার(১১ ডিসেম্বর) সুজানগর পৌরসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা।
এ সময় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ রবিউল আলম, পৌর কাউন্সিলর জাকির হোসেন,পৌরসভার ঠিকাদানকারী সুপারভাইজার মোছাঃ রেজওয়ানা পারভিন,দেলোয়ার হোসেন(বাবু) ও ঠিকাদানকারী আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, ভিটামিন‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়,ভিটামিন‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি আরো বলেন ভিটামিন ‘এ’ এর অভাবে কোনো শিশু যাতে দৃষ্টি না হারায়,একটি শিশুও যাতে পুষ্টিহীনতায় না ভোগে সে লক্ষ্যে সরকার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু ত্বহা মোহাম্মদ শাকিল জানান, ভিটামিন সবার জন্য প্রয়োজন,তার মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কেবল রাতকানা রোগ প্রতিরোধই করেনা,এর মাধ্যমে শিশু শারীরিক ও মানসিকভাবেও সুস্থভাবে বেড়ে উঠে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে একটি শিশুর জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে আদর্শ খাবার,পাশাপাশি দরকার অন্যান্য সুষম খাবার। এ ক্যাম্পেইনের আওতায় সুজানগর পৌরসভার সহ উপজেলার ১০টি ইউনিয়নের ২৪০টি নির্ধারিত ও কয়েকটি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রায় ৪৮ হাজার শিশুকে ভিটামিন“এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
১১ থেকে ১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। নিয়মিত কেন্দ্রের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদেরও ক্যাপসুল খাওয়ানো হবে। এবং স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন পরিচালিত হবে বলেও জানান তিনি।







