এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রেজাউল করিম রেজার সমর্থনে এক বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ ,কৃষকলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪টায় শত শত নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহনে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। প্রধান অতিথির বক্তব্যে শাহীনুজ্জামান শাহীন সুজানগর পৌর নির্বাচনকে সামনে রেখে যে কোন অশুভ তৎপরতা প্রতিহত করার জন্য প্রশাসন ও রাষ্ট্রীয় শক্তির সর্তকমূলক ব্যবস্থাকে স্বাগত জানান। তিনি আরো জানান নির্বাচন কমিশন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ জানুয়ারী নির্বাচনের দিন নির্ধারণ করে সুজানগর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে সোমবার। আমরা কমিশনের এ ঘোষণাকে স্বাগত জানাই। সুজানগর পৌরসভার সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রহর গুনছেন জানিয়ে তিনি বলেন পৌরসভার ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে সুজানগরের সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে । এ সময় তিনি দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখার জন্য নৌকার প্রার্থী রেজাউল করিম রেজাকে মেয়র পদে বিজয়ী করার জন্য সবাইকে ভোট দেয়ার আহŸান জানান। পথ সভায় অন্যদের মাঝে সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস খন্দকার, আব্দুল আওয়াল খান,আব্দুল হাই, শ্রী প্রণব কুমার, বাকাঁ,আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন পলাশ, বাবুল খাঁ, আবুল হাশেম, মোজাম্মেল হক,জায়দুল হক জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক ছাত্রলীগ নেতা বাবুল ইসলাম বাবু মৃধা,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এনএ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন ।উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারী ২০২১ পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় । নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত সোমবার নতুন এ তারিখ ঘোষণা করা হয়। এ নির্বাচনে ১৬ জানুয়ারী ভোট অনুষ্টিত হওয়ার কথা ছিল। কিন্তু মামলা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালত স্থগিতাদেশ দেয়ায় ১৬ জানুয়ারী ভোটগ্রহন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ৩ জানুয়ারী উচ্চ আদালতে মামলাটি খারিজ হয়। এরপর সোমবার নির্বাচনের নতুন তারিখ ৩০ জানুয়ারী রোজ শনিবার ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জানুয়ারী এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারী। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলী প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। সুজানগর পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রেজা নৌকা প্রতিক নিয়ে এবং বিএনপি মনোনীত প্রার্থী কামাল হোসেন বিশ্বাস ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করবেন।এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন।
Post Views: 53








