৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর হাসপাতালে ব্যক্তি উদ্যোগে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ করোনা মহামারিতে অক্সিজেন সংকট  নিরসনে ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫১ শয্যা বিশিষ্ট সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের কাছে  জীবন রক্ষার এ সামগ্রী হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ সহ অন্যান্য চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।এদিকে করোনায় উর্দ্ধগতির সময় ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।  সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, এই অক্সিজেন সিলিন্ডারগুলো রোগীদের অক্সিজেন সংকট নিরসনে বর্তমান সময়ে অনেক উপকারে আসবে।