সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীর নোয়াগাওয়ের হিন্দু ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি ভাংচুর, লাটপাট ও মহিলাদের উপর শ্লীলতাহানীর প্রতিবাদে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি বাবু সুশীল কুমার দাসের সভাপতিত্বে ও সাঁথিয়া পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি রতন দাসের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক নান্নু, পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সদস্য পুলক কুমার পাল, সুজিৎ কুমার দাস, প্রদীপ কুমার দাস, অখিল ঘোষ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে। ঠিক সেইদিন সুনামগঞ্জের পাল্লা উপজেলাধীর নোয়াগাওয়ের ধর্মীয় সংখ্যালঘু অধ্যাষিত এলাকায় পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা চালানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সর্তক থাকার আহবানসহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।##








