৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সৌন্দর্যের লীলা ভুমি গাজনার বিল

শেয়ার করুন:

 

বিধান ঘোষ ঃঅপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভুমি গাজনার বিল।পাবনা  জেলার সুজানগর উপজেলার ঐতিহ্য। যে কোনো প্রকৃতি প্রেমি  ভ্রমণ পিপাসু মানুষ কে সহজে  মানুষকে সহজে  বিমোহিত করে  গাজনার  বিলের  অপরূপ  সৌন্দর্য। চারিদিকে পানি,পানিতে  ফুটন্ত  শাপলা-শালুক,কখনও  চোখে পড়ে  হাঁস, পাতি হাঁস, বক

নানা রকম পাখির ঝাক মন ছুয়ে  যায়। বিস্তৃত বিশাল  জলরাশি -কখনও  কখনও  সমূদ্র মনে হয়।জলরাশির পাড়ে কিংবা মাঝে সবুজে  ঢাকা  ছোট  ছোট গ্রাম  বা বাড়ি -শৈল্পিক সৌন্দর্য একজন  অংকন শিল্পীর  পটে

আঁকা  ক্যানভাসের মতো মনে হয়। গাজনার বিল  দেশি-বিদেশি  পর্যটক দের কাছে  অপার সম্ভাবনা  সৃষ্টি করতে  পারে।এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  পর্যটকদের  আকৃষ্ট করতে প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহণ করতে  পারেন। লেখকঃ বিধান ঘোষ,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার,সুজানগর,পাবনা।