সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনা-২ আসনের কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুজানগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে । সুজানগর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় বের হওয়া আনন্দ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বিদ্যালয় মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহŸায়ক শাহজাহান শেখ, জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর পৌর শাখার সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রইচ উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহŸায়ক আাব্দুর রাজ্জাক রাজা,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহŸায়ক মুক্তার শেখ, পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ খান, পাবনা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান মন্টু, রুবেল শেখ ও আল আমিন প্রাং প্রমুখ। সমাবেশে বক্তারা কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য ২০ সেপ্টেম্বর কেন্দীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষকদলের নতুন এ কমিটির তথ্য জানানো হয়। কমিটিতে কৃষিবিদ হাসান জাফির তুহিন সভাপতি,হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র সহ সভাপতি, এ্যাড.গৌতম চক্রবর্তী সহ সভাপতি, শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক, প্রকৌশলী টি এস আইয়ুব ও মোশারফ হোসেন যুগ্ন সম্পাদক ও শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় এ কমিটি(আংশিক) অনুমোদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Post Views: 90








