৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

হোয়াইট হাউসে ইসরায়েল-কাতারের গোপন বৈঠক

শেয়ার করুন:

ইসরায়েলের হামলায় দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কাতারের প্রতিনিধিরা রোববার (৭ ডিসেম্বর) নিউইয়র্কে গোপন বৈঠকে বসেছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, বৈঠকটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলের পক্ষ থেকে অংশ নেন মোসাদের প্রধান ডেভিড বারনিয়া। কাতার পাঠায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। এটি ছিল ওয়াশিংটন প্রস্তাবিত নতুন ত্রিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার প্রথম বৈঠক। এর লক্ষ্য দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করা, সমস্যা সমাধান করা এবং ভবিষ্যতে নিরাপত্তা উত্তেজনা এড়ানো।

গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় দোহায় হামাসের কয়েকজন নেতার পাশাপাশি এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। এর পর কাতার ইসরায়েল–হামাস মধ্যস্থতা স্থগিত করে দেয়। পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের কাছে দুঃখ প্রকাশ করলে আবার মধ্যস্থতা শুরু হয়। তবুও দুই মার্কিন মিত্রের সম্পর্ক এখনো নাজুক অবস্থায় রয়েছে।